বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কমছে তাপমাত্রা বাড়ছে শীত

রংপুর

নজরুল মৃধা, রংপুর

কমছে তাপমাত্রা বাড়ছে শীত

কুয়াশা পড়তে শুরু করেছে রংপুরজুড়ে -বাংলাদেশ প্রতিদিন

রংপুরসহ আশপাশ এলাকায় রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে। শীত জানান দিয়েছে তার আগমনিবার্তা। গত সাত দিনে স্থান ভেদে রাতের তাপমাত্রা কমেছে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস। সর্বত্রই এখন শীতের আমেজ বিরাজ করছে। অনেকেই শীত নিবারণে প্রস্তুতি নিয়ে ফেলেছেন। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। সাত দিন আগে এই অঞ্চলে তাপমাত্রা ছিল ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস। রংপুর অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা কমেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এখানের ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠা-নামা করছে। তবে এর আশপাশ এলাকায় এখন রাতের তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে।  আবহাওয়া অফিসের তথ্যমতে, এখন থেকে প্রতিদিন তাপমাত্রা কমবে। গত এক সপ্তাহে এ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ১২ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা শীত তেমন একটা অনুভূত না হলেও সন্ধ্যার পর অনেকে গরম কাপড় গায়ে দিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন। এ ছাড়া অনেক বাড়িতেই রাতে শীত নিবারণে কম্বল অথবা লেপ ব্যবহার করতে শুরু করেছেন। ব্যবসাকেন্দ্রেও শীত বস্ত্র কেনা-বেচা শুরু হয়েছে পুরোদমে। আবহাওয়াবিদদের শঙ্কা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এ অঞ্চলের ওপর দিয়ে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, এখন প্রতিদিনই তাপমাত্রা কমছে। সবচেয়ে বেশি তাপমাত্রা কমেছে তেঁতুলিয়া বেল্টে। সেখানে সর্বনিম্ন ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস প্রবাহিত হয়েছে।

এই তাপমাত্রা আরও কমবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর