বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মাস্ক ব্যবহার না করায় আটক জরিমানা বরিশাল ও খুলনায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মাস্ক ব্যবহার না করায় আটক জরিমানা বরিশাল ও খুলনায়

মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে বরিশাল নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় পাঁচ প্রতিষ্ঠান এবং ১১ জনকে মোট ৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, রুমানা আফরোজ এবং আতাউর রাব্বীর নেতৃত্বে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় মাস্ক ব্যবহার না করায় জিয়াউর রহমানের ভ্রাম্যমাণ আদালত সদর রোডের পাঁচটি প্রতিষ্ঠান থেকে ৪ হাজার, রুমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত ৪ ব্যক্তিকে ১ হাজার ১০০ এবং আতাউর রাব্বীর ভ্রাম্যমাণ আদালত ৭ ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত মাস্কবিহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ এবং ‘নো মাস্ক নো সার্ভিস’ লেখা জেলা প্রশাসনের ফেস্টুন বিভিন্ন প্রতিষ্ঠানে সাঁটিয়ে দেয়। জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নিজস্ব প্রতিবেদক, খুলনা জানান, খুলনায় করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়া ৩০ ব্যক্তির বিরুদ্ধে মামলা ও ১২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মাস্ক না পরায় আরও ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল সকালে নগরীর ডাকবাংলা, দৌলতপুর বাজার, খালিশপুর চিত্রালী বাজার ও দাকোপ- বটিয়াঘাটা উপজেলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক জানান, করোনার দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান চালানো হয়। এর আগে সোমবার মাস্ক না পরে বাইরে বের হওয়া অর্ধশতাধিক ব্যক্তিকে আটক ও জরিমানা করা হয়।

সর্বশেষ খবর