বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নগর যুবলীগের পৃথক কর্মসূচি, সংঘর্ষের আশঙ্কা

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংগঠনের রীতি, নীতি লঙ্ঘন, আধিপত্য বিস্তার, পদ-পদবী ব্যবহার করে কৌশলে ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির ৫ শীর্ষ নেতা। এই পাঁচ নেতা এবার প্রকাশ্যে দ্বন্দ্বে নেমেছে। আজ যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেই দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। করা হচ্ছে পৃথক সাংগঠনিক কর্মসূচিও। এটাকে কেন্দ্র করে সংঘর্ষেও লিপ্ত হতে পারে যে কোনো সময়। চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে একটি গ্রুপ কাজির দেউড়ি এলাকায়, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদসহ ৪ জনের নেতৃত্বে আরেকটি গ্রুপ স্টেশন রোড এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি ঘোষণা করেছে। নামপ্রকাশ না করার শর্তে একাধিক নেতা-কর্মী বলেন, নেতাদের কোন্দলের কারণে দীর্ঘদিন কমিটি হয়নি। তবে আতংকে আছি কোন সময় কোন ঘটনা ঘটছে। চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, সংগঠনের মধ্যে কোনো দ্বিধাবিভক্তি নেই। আজ সকাল ১০টায় চট্টেশ্বরী রোডস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হবে। আরেকটি গ্রুপের চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেন, গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের কারণেই আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে নেই ৪ যুগ্ম-আহ্বায়কসহ একাধিক নেতা-কর্মী।

 যুবলীগের বিভিন্ন কর্মকাে র পাশাপাশি আজ প্রতিষ্ঠাবার্ষিকীও আদালাভাবে করছি। নগরীর স্টেশন রোড এলাকায় হোটেল সৈকতে অনুষ্ঠান করছি। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ৭ বছর আগে তিন মাসের জন্য করা আহ্বায়ক কমিটি এখনো পূর্ণাঙ্গ কমিটি, থানা এবং ওয়ার্ড কমিটিও করতে পারেনি। চট্টগ্রাম নগর যুবলীগের শীর্ষ নেতারা কমিটি না হওয়ার পিছনে নানা যুক্তির কথা বললেও দায়িত্বহীনতা, স্ব স্ব পদবী ব্যবহার এবং রাজনৈতিক কূটকৌশলের কারণে এসব কমিটি হয়নি। অন্যদিকে কমিটির শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার, নানা ধরনের দখল-বেদখলসহ নানা অপরাধের সঙ্গে জড়িত আছেন বলে অভিযোগ উঠেছে।

সর্বশেষ খবর