বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
সরকারিকরণ দাবি

কলেজ সরকারি কর্মচারী বেসরকারি!

নিজস্ব প্রতিবেদক

দেশের ৩২০টি সরকারি কলেজের প্রায় ৯ হাজার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী রয়ে গেছেন বেসরকারি হিসেবেই। চাকরি নিয়মিত ও রাজস্ব খাতে স্থানান্তরসহ দুই দাবিতে ৮ নভেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাথে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। তাদের দাবির মধ্যে আরও রয়েছে- চাকরি নিয়মিতকরণের আগ পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করা। গতকালের অবস্থানে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল সরদার, সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, আহ্বায়ক আমিনুল ইসলাম আমিনসহ অন্যরা বক্তব্য দেন। তারা বলেন, ২০১৩ সাল থেকে দফায় দফায় আমরা দাবি জানিয়ে এলেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর কোনো ব্যবস্থা নেয়নি।

 তাই কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি। দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানান তারা।

দুলাল সরদার বলেন, ‘ঢাকা কলেজে অফিস সহায়ক হিসেবে ২০০৩ থেকে কর্মরত আছি। এখন পর্যন্ত আমার চাকরি সরকারি হয়নি।’ এ কলেজে আরও শতাধিক কর্মচারী বেসরকারি হিসেবে রয়েছেন বলে জানান তিনি। তিনি দ্রুত তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে সরকারের কাছে দাবি জানান।

সর্বশেষ খবর