বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শাহজালালে সোনা চোরাচালানের অভিযোগে আটক ২

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালানের ঘটনায় এক যাত্রী ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা কাস্টম হাউস (ডিসিএইচ)। গতকাল তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিসিএইচের ডেপুটি কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান। তিনি বলেন, গতকাল ভোরে সৌদি আরবের দাম্মাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৪০৫০) একটি ফ্লাইটে ঢাকায় আসেন আকতার হোসেন নামে এক যাত্রী। পরে মোবাইল ফোনে কথা বলা এবং ঘোরাফেরা করতে থাকায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। আকতারকে তল্লাশি করে চারটি সোনার বার পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে জানায়, ওমর ফারুক নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী সোনার বারগুলো রিসিভ করার জন্য এসেছিলেন।

জিজ্ঞাসাবাদে এবং মোবাইল ফোনের কল যাচাই করে এর সত্যতা পাওয়া যায়। যাত্রী আকতার এবং বিমানকর্মী ওমর ফারুকের বিরুদ্ধে বিভাগীয় এবং ফৌজদারি মামলা করা হয়েছে এবং তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর