বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সাভারের ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভার পৌর এলাকার বনপুকুর মহল্লার অনুমোদনহীন ৬ তলা ঝুঁকিপূর্ণ ভবনটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা ভবনটি সিলগালা করার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আবদুল গণি, সাভার আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হ্যাপী দাস।

সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, ১৯৯৭ সালে সাভার পৌর এলাকার ওয়াপদা রোড মহল্লায় প্রায় ৮ শতক জমির ওপর ৬ তলা ভবন নির্মাণ করেন তাজুল ইসলাম। ভবনটিতে বসবাস করার পাশাপাশি বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে আসছেন। গতকাল সকাল থেকেই ৩/২ নম্বর হোল্ডিংয়ের প্রিয়াঙ্কা ম্যানশন নামের বাড়িটির নিচ তলার বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। এ ছাড়া কিছু অংশ দেবে যেতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাটল বাড়তে থাকে এবং ভবনটি উত্তর পাশের অপর একটি ৬ তলা ভবনের দিকে হেলে পড়েছে বলে জানান স্থানীয়রা।

সর্বশেষ খবর