বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সড়কে মৃত্যু থামছেই না

শুধু অক্টোবরেই ৩১৪ ঘটনায় নিহত ৩৮৩

নিজস্ব প্রতিবেদক

সড়কে মৃত্যু থামছেই না

গত অক্টোবরে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩১৪টি। এতে মারা গেছেন ৩৮৩ জন এবং আহত হয়েছেন ৬৯৪ জন। মারা যাওয়াদের মধ্যে নারী ৬৮ এবং শিশু ৪১ জন। মাসটিতে এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। ১১৯টি দুর্ঘটনায় মারা যান ১৩২ জন, যা মোট মৃত্যুর ৩৪.৪৬ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৭.৮৯ শতাংশ। দুর্ঘটনায় ৯৭ জন পথচারীর মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ২৫.৩২ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী মারা গেছেন ৪২ জন, অর্থাৎ ১০.৯৬ শতাংশ। রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, অক্টোবরে ৫টি নৌ-দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু, ৬ জন আহত হয়েছেন। একই সময়ে সাগরে মাছ ধরার ১টি নৌকা ডুবে ২২ জেলে নিখোঁজ রয়েছেন। ১৩টি রেল দুর্ঘটনায় মারা গেছেন ১৭ জন।  পরিসংখ্যানে দেখা গেছে, দুর্ঘটনায় বাস যাত্রী ৩৩, ট্রাক যাত্রী ৯, পিকআপ যাত্রী ৫, মাইক্রোবাস যাত্রী ৬, প্রাইভেটকার যাত্রী ৮, জিপ ১, ট্রলি যাত্রী ২, সিএনজি যাত্রী ১১, ইজিবাইক-অটোরিকশা যাত্রী ৪৯, নসিমন-ভটভটি, মাহিন্দ্র যাত্রী ১৭, লেগুনা-মিশুক যাত্রী ৩, বাইসাইকেল আরোহী ৫, রিকশা, রিকশাভ্যান ৪ এবং ইটভাঙার গাড়ির ১ জন শ্রমিক মারা যান। মারা যাওয়াদের মধ্যে আছেন চিকিৎসক ২ জন, পুলিশ কর্মকর্তা ও সদস্য ৫ জন, র‌্যাব সদস্য ১ জন, সাবেক সেনা সদস্য ১ জন, স্কুল ও কলেজের শিক্ষক ১৩ জন, সাংবাদিক ৪ জন রয়েছে।  রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১১৯টি (৩৭.৮৯ শতাংশ) জাতীয় মহাসড়কে ১০৩টি (৩২.৮০ শতাংশ) আঞ্চলিক সড়কে ৫২টি (১৬.৫৬ শতাংশ) গ্রামীণ সড়কে ৪০টি (১২.৭৩ শতাংশ) ঘটেছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর