শিরোনাম
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
করোনাভাইরাস

চট্টগ্রামে ফের ‘তিন ডিজিটের’ সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ফের ‘তিন ডিজিটের’ সংক্রমণ

চট্টগ্রামে ১০০ জনের বেশি রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ২১ অক্টোবর। এরপর টানা ১৭ দিন এত সংখ্যক আক্রান্ত হননি। কিন্তু গত তিন দিন ধরে ফের ১০০ জনের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ফলে বাড়ছে সংক্রমণ। জানা যায়, চট্টগ্রামে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মাত্র চার দিন ১০০ জনের বেশি আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে ২১ অক্টোবর ১১০, ১৩  অক্টোবর ১০১ ও ৮ অক্টোবর ১০০ এবং ২ সেপ্টেম্বর ১০৭ জন আক্রান্ত হয়েছিলেন। এরপর ১৭ দিন আক্রান্ত হয়েছিলেন ৮০ থেকে ৯৬ পর্যন্ত। তবে তিন দিন ধরে টানা ১০০ জনের বেশি সংখ্যক রোগী করোনায় আক্রান্ত হচ্ছেন। গত ৮ নভেম্বর ১০৩, ৯ নভেম্বর ১০৮ এবং ১০ নভেম্বর ১০৭ জন আক্রান্ত হন। তবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, তিন দিন ধরে চট্টগ্রামে ১০০ জনের বেশি রোগী আক্রান্ত হচ্ছেন। ক্রমশ সংক্রমণের হার বাড়ছে। তাই বাধ্যতামূলক মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। জানা যায়, চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ২২ হাজার ১১৫ জন।

এর মধ্যে মহানগরে ১৬ হাজার ৩২০ জন এবং ১৫ উপজেলায় পাঁচ হাজার ৭৯৫। গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি আটটি ল্যাবে ৯২১ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়। এর মধ্যে নগরে ৮৮ এবং উপজেলায় ১৯। বর্তমানে করোনার নমুনা পরীক্ষা চলছে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল  অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব এবং বেসরকারি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ও শেভরন ল্যাবে। এ ছাড়া বিদেশগামীদের জেনারেল হাসপাতালে বাধ্যতামূলক টেস্ট করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর