বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিশুদ্ধ যুবলীগের প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক

নানা আয়োজনে গতকাল আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করেছে সংগঠনটির নেতা-কর্মীরা। এ সময় ‘কলঙ্ক’ মুছে আগামী দিনগুলোতে মানবিক কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনকে পরিশুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ       সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় কমিটির পর ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবলীগসহ প্রতিটি ওয়ার্ড কমিটির নেতারা আলাদা আলাদা শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড হতে বর্ণিল মিছিলসহ যুবলীগের নেতা-কর্মীরা ধানমন্ডি ৩২ নম্বরে আসেন। এরপর জাতীয় পাতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক। শান্তির প্রতীক সাদা পায়রা আকাশে উড়ান তারা। এ সময় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শেখ নাঈম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন রানা, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি সোহরাব স্বপন, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সেখানে উপস্থিত কয়েক শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি, পক্ষাঘাত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। একই সঙ্গে প্রত্যেক প্রতিবন্ধীকে শাড়ি, লুঙ্গি, শীত বস্ত্রসহ নগদ অর্থ বিতরণ করেন যুবলীগ চেয়ারম্যান। এ সময় সভাপতির বক্তব্যে শেখ ফজলে শামস পরশ বলেন, প্রতিষ্ঠার পর হতেই নানা সংকট ও চ্যালেঞ্জ যুবলীগ মোকাবিলা করে যাচ্ছে।

একেক দশকে যুবলীগ একেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে এসেছে। এখন প্রশ্ন যুবলীগ হারানো ঐতিহ্য ফিরে পাবে কি না? বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গত বছর কাউন্সিলের মাধ্যমে একটা ক্রাইসিস মুহূর্তে দায়িত্ব দেন। বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে যুবলীগ এসেছে, আমাদের দায়িত্ব গ্রহণও একটি বিবর্তন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর