বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণেই কাট্টলীতে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণেই নগরের কাট্টলীতে ঘটেছে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা। এ ঘটনায় দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এবার মায়ের মৃত্যুর দুই দিন পরই রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় মারা গেলেন ছেলে মিজানুর রহমান (৪২)।

আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে রয়েছেন তার ছোট ভাই সাইফুল ইসলামও (২৫)।

এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে মিজানুর রহমানের স্ত্রী বিবি সুলতানা (৩৬), ছোট বোন সুমাইয়া (১৮), তার দুই কন্যা মাহের (৮) ও মানহাকে (২)। এর আগে গত সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করেন মিজানের মা পেয়ারী বেগম (৬৫)। অগ্নিকান্ডের এই ঘটনায় একই পরিবারের সাতজনসহ মোট নয়জন দগ্ধ হয়েছিলেন।

এদিকে মিজানুর রহমানের বাসার ফ্রিজের কম্প্রেসারে বিদ্যুতের শর্টসার্কিটের কারণে বিস্ফোরণ এবং অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে ঘটনার প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। রবিবার (৮ নভেম্বর) রাতে নগরের আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী মরিয়ম ভবনে এ দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর