বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রসিকিউটর রানা দাশের পদত্যাগ দাবি নারীনেত্রীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর রানা দাশগুপ্তের পদত্যাগ দাবি করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নারীনেত্রী নাজনীন সরওয়ার কাবেরী। গতকাল দুপুরে চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ দাবি জানান কাবেরী। এ সময় তিনি বলেন, ট্রাইব্যুনালের মর্যাদা সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদার সমান এবং রানা দাশগুপ্তের নিয়োগ সেহেতু গেজেটেড নোটিফিকেশনে, সেহেতু তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের        প্রসিকিউটর হিসেবে সাংবিধানিক পদে থেকে ঘৃণিত আসামির পক্ষে আইন পেশায় নিয়োজিত থাকতে পারেন না। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী আরও বলেন, এখন রানা দাশগুপ্ত রাষ্ট্রের বেতনভুক কর্মকর্তা। তিনি (রানা দাশগুপ্ত) এ পদে থেকে কোনো ধরনের আইনি সহায়তা দিতে পারেন না। যদি আইনি সহায়তা দিতে চান, তবে স্বেচ্ছায় সাংবিধানিক পদ থেকে পদত্যাগ করে অভিযুক্ত আসামিকে আইনি সহায়তা দিতে পারেন। এ ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতির রেফারেন্স ব্যতীত তিনি সরাসরি আসামির পক্ষে ওকালতি করতে পারেন না।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর