বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

৬৫টি স্থাপনায় এডিসের লার্ভা ৫০ হাজার টাকা জরিমানা

ওজনে কম দেওয়ায় ৫ পেট্রলপাম্পকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কাপোরেশনের (ডিএনসিসি) চিরুনি অভিযানের নবম দিনে ৬৫টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উত্তরা অঞ্চলে ১ হাজার ১৮৮টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১১টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। মিরপুর-২ অঞ্চলে ২ হাজার ৭৯২টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। মোবাইল কোর্টের মাধ্যমে ২টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মহাখালী অঞ্চলে ১ হাজার ৪২৮টি বাড়ি, স্থাপনা পরিদর্শন করে ১৮টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। ২টি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মিরপুর-১০ অঞ্চলে ১ হাজার ৮২২টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। কারওয়ান বাজার অঞ্চলে ২ হাজার ১৫১টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১১টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। হরিরামপুর অঞ্চলে ১ হাজার ৩৮৩টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। ২টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দক্ষিণখান অঞ্চলে ৬৪২টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে সাতটিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। উত্তরখান অঞ্চলে ৬৯৩টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ২টিতে এডিসের লার্ভা পাওয়া যায়। ভাটারা অঞ্চলে ৫০৬টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৬টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। সাতারকুল অঞ্চলে ৭১৭টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১টিতে এডিসের লার্ভা পাওয়া যায়। এদিকে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৫টি পেট্রলপাম্পকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও গাজীপুরের জেলা প্রশাসন। ঢাকার মিরপুর কোটবাড়ী এলাকার মেসার্স নূর ডিজেল পাম্পকে জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ৫৯০ মিলিলিটার করে কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার মেসার্স ডেনসো ফিলিং  স্টেশনের ৪টি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গাজীপুর জেলা সদর এলাকায় মেসার্স রিয়াদ অ্যান্ড কোং সিএনজি ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে তিনটি ডিসপেন্সিং ইউনিটে প্রতি ৫ লিটারে যথাক্রমে ৩৪০, ৩০০ ও ২৯০ মিলিলিটার করে কম দেওয়ায় ৬০ হাজার টাকা জরিমানা এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট না থাকায় মেসার্স ইউনিয়ন ট্রেডিং করপোরেশন ও  মেসার্স মুকুল ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া গাজীপুরের ওয়্যারলেস এলাকার মেসার্স বি এস ট্রেডার্সের (রডের দোকান) ৫০০ কেজি ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর