শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শীতের আগেই গ্যাস সংকট

নিজস্ব প্রতিবেদক

শীতের আগেই গ্যাস সংকট

রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকার সি ব্লকের ১৫ নম্বর সড়কের বাসিন্দা আফরোজা খানম। গত ১৫ দিন ধরে তার বাসায় গ্যাসের চাপ একেবারে নেই। তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, এজন্য দৈনন্দিন রান্নাবান্নার কাজ একপ্রকার বন্ধ আছে। আফরোজার মতোই গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীর আরও বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের। আজিমপুরের বাসিন্দা রহিমা আক্তার জানান, গ্যাসের চাপ এতই কম যে, আগুন টিমটিম করে জ্বলে। তিনি জানান, কয়েক দিন ধরেই দুপুর হতে না হতেই গ্যাসের চাপ একেবারে কমে যাচ্ছে। বিকাল বা সন্ধ্যার আগে গ্যাসের সরবরাহ ঠিক হয় না। বাধ্য হয়ে রেস্টুরেন্ট থেকেই খাবার কিনে খাচ্ছেন এই গৃহিণী ও তার পরিবার। গ্যাস সংকটের কারণে এভাবে দুপুরের রান্না করতে না পেরে কয়েক দিন ধরে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। খোঁজ নিয়ে জানা গেছে, সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জরুরি অভিযোগ কেন্দ্রে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন গ্রাহকরা গ্যাসের চাপ কম থাকা কিংবা হঠাৎ গ্যাসের সরবরাহ বন্ধ হওয়ার জন্য অভিযোগ করছেন। কিন্তু অভিযোগ নেওয়ার পর ‘কিছুই করার নেই’ বলে গ্রাহকদের সান্ত¡না দিচ্ছে তিতাস কর্তৃপক্ষ। তিতাসের জরুরি অভিযোগ কেন্দ্রের এক কর্মকর্তা জানান, লাইনে গ্যাসের চাপ কম থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় রেশনিং করে গ্যাস সরবরাহ করা হচ্ছে। মূল লাইন থেকে গ্যাসের চাপ অর্ধেকে নেমে আসায় আগের মতো গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। আবার শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকায় পাইপলাইনে গ্যাস জমে যায়। তিনি আরও জানান, এখন পিক আওয়ারে না থাকলেও বিকাল বা সন্ধ্যার পর গ্যাস সরবরাহ স্বাভাবিকই থাকে। তবে আগামীতে গ্যাস সংকট আরও বাড়তে পারে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর