শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
শিশু জিনিয়া অপহরণ

লুপা ও মেয়ের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

আদালত প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার ফুলবিক্রেতা শিশু জিনিয়া অপহরণ মামলায় নূর নাজমা আক্তার লুপা তালুকদার ও তার মেয়ে মারিয়া বিন নূর নদীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মো. ইলিয়াস মিয়া অভিযোগপত্র গ্রহণ করেন। এর আগে ৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। এখন নিয়মানুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি বদলি হবে এবং পলাতক আসামি মারিয়া বিন নূর নদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে।

অভিযোগপত্রে লুপার মেয়ে নদী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

মামলা সূত্রে জানা গেছে, ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে শিশু জিনিয়াকে উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় নূর নাজমা আক্তার লুপা তালুকদারকে গ্রেফতার করে ডিবি। লুপা তালুকদার ‘অসৎ উদ্দেশ্যে’ বিভিন্ন প্রলোভন দেখিয়ে জিনিয়াকে অপহরণ করেন। জিনিয়া ঢাবির টিএসসি চত্বরে ফুল বিক্রি করত। ছোটবেলা থেকেই মা সেনুরা বেগমের সঙ্গে টিএসসিতে থাকত সে। তিনি ২ সেপ্টেম্বর জিনিয়ার নিখোঁজের বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা। পরে এ ঘটনায় ৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় অপহরণ মামলা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর