শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধু জাতিকে আত্মমর্যাদাশীল করতে চেয়েছিলেন, শেখ হাসিনা তা করেছেন

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ আমির হোসেন আমু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তিনি দেশটাকে সোনার বাংলা হিসেবে গড়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তা তিনি দিয়ে যেতে পারেননি। তবে সোনার বাংলা গড়ার কাঠামো দিয়ে গিয়েছিলেন। তাঁর সুযোগ্য কন্যা অকুতোভয় নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বুকে আজ আমাদের আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনীত প্রস্তাব অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় ও বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনায় অংশ নিয়ে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এ কথা বলেন। তিনি বলেন, বিশ্বের হাতে গোনা কয়েকজন নেতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। ৭ মার্চের ভাষণ আজ ওয়ার্ল্ড হেরিটেজে বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ হিসেবে পরিগণিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বের কারণেই এ সফলতা অর্জিত হয়েছে। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শান্তিতে মরণোত্তর নোবেল প্রাইজ দেওয়ার আহ্বান জানান তিনি। একই দাবি জানান বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আলোচনায় আরও অংশ নেন- আওয়ামী দলীয় সদস্য আ ফ ম রুহুল হক, আ ক ম বাহাউদ্দীন, হুইপ ইকবালুর রহিম, রমেশ চন্দ্র সেন, উপাধ্যক্ষ আবদুস শহীদ, সুবর্ণা মুস্তাফা, জাতীয় পার্টির সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের হাসানুল হক ইনু, বিএনপির হারুনুর রশীদ, গণফোরামের মোকাব্বির খান প্রমুখ।

সর্বশেষ খবর