শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সাজাপ্রাপ্ত অন্তঃসত্ত্বাকে প্রবেশনে মুক্তি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীতে মারামারির মামলায় সায়মা খাতুন নামে ছয় মাসের এক অন্তঃসত্ত্বা আসামি ও তার স্বামী জাকির হোসেনকে ব্যতিক্রমধর্মী সাজা দিয়েছে জেলার একটি আদালত। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ওই দম্পতিকে কারাগারে না পাঠিয়ে কিছু সামাজিক দায়িত্ব পালনের শর্ত দিয়ে নিজ বাড়িতে প্রবেশনে থেকে সংশোধনের সুযোগ করে দিয়েছেন। তাদের বাড়ি গোদাগাড়ী উপজেলার ছোট নারায়নপুর গ্রামে। উভয়েই দিনমজুর এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে বিচারক বলেন, আসামিরা দোষী সাব্যস্ত হলেও অপরাধের ধরন, বয়স, অনাগত সন্তান ও মায়ের স্বাস্থ্য নিরাপত্তা, নিরাপদ প্রসব ইত্যাদি বিবেচনায় তাদের প্রবেশনের সুযোগ দেওয়া সমীচীন। আসামিদের আদালত আরোপিত শর্ত অবশ্যই মেনে চলতে হবে; নইলে অবশ্যই ছয় মাসের সাজা ভোগের জন্য জেলে যেতে হবে।

আর শর্ত ঠিক মতো পালন করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করবেন প্রবেশন অফিসার আরিফুল ইসলাম। প্রবেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, আসামি সম্পর্কে আদালতে আমরা একটি প্রাক-প্রতিবেদন পাঠাই। প্রতিবেদনে এটি তার প্রথম অপরাধ কিনা, সামাজিকভাবে গ্রহণযোগ্যতা, প্রতিবেশীরা তাকে কীভাবে মূল্যায়ন করে এসব বিষয় উল্লেখ করা হয়। আদালতে প্রতিবেদন বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর