শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রূপগঞ্জে অস্ত্রসহ সন্ত্রাসীকে পুলিশে সোপর্দ করলেন চেয়ারম্যান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

চাপাতিসহ সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপ ও নারায়ণগঞ্জ রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক।  আটক মাজাহারুল ইসলাম (৩২) উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওরা মধ্যেপাড়ার সাহাবুদ্দিন মিয়ার ছেলে। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আশরাফ হোসেন জানান, দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম নাওড়া এলাকায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দাফতরিক কাজ করছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয় নাওড়া মধ্যেপাড়া এলাকার সাহাবুদ্দিনের ছেলে মাজাহারুল ইসলাম কার্যালয়ের সামনে ধারালো চাপাতি নিয়ে সন্দেহজনক ঘোরাঘুরি শুরু করে। তাকে চেয়ারম্যান ডেকে পাঠালে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, ধর্ষণসহ রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে আলহাজ রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে একটি পক্ষ রাজনৈতিকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করতে বিভিন্ন ধরনের কার্যকলাপ করে আসছে। আমাকে হত্যা অথবা আমার অন্য কোনো লোকের ক্ষতিসাধন করার জন্য তারাই আটক যুবককে আমার অফিসে পাঠাতে পারে বলে আমি ধারণা করছি। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল  থেকে চাপাতিসহ আটক এক যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। কি কারণে বা কারা এ ঘটনায় জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর