শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
সরকারকে সাত দিনের আলটিমেটাম

ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ভিপি নূরের

নিজস্ব প্রতিবেদক

সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়ে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ঝালকাঠিতে ছাত্র, যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে গত সন্ধ্যায় মশাল মিছিল শেষে কাকরাইল মোড়ে ভিপি নূর এ আলটিমেটাম দেন। গত শুক্রবারও চট্টগ্রামে ছাত্র, যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার কথা উল্লেখ করে ভিপি নূর বলেন, দেশের বিভিন্ন স্থানে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর অন্যায়ভাবে হামলা ও হয়রানি করা হচ্ছে। ঝালকাঠিতে পরিচিতি সভায় ছাত্রলীগ বর্বরোচিত হামলা করেছে। গোয়েন্দা বাহিনীর উপস্থিতিতে ঝালকাঠিতে হামলা করা হয়েছে। অন্যায়ভাবে হামলা করা হলে শরীরে রক্ত থাকতে এর জবার দেব। তিনি বলেন, এই সরকারের আমলে কেউ নিরাপদ নয়। আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, আপনারা যে দমন, নিপীড়ন, নির্যাতন চালাচ্ছেন তাতে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান।

ঝালকাঠিতে যারা হামলা করেছে সাত দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আগামী শুক্রবার ঢাকায় মহাসমাবেশ করা হবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব। আমরা দেখতে চাই সরকার কী করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর