রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কারা বাসে আগুন দিয়েছে বের করতে হবে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

কারা বাসে আগুন দিয়েছে বের করতে হবে : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ১২ নভেম্বর কারা বাসে আগুন দিয়েছে তা বের করতে হবে। সরকার বিএনপিকে দোষ দিচ্ছে আবার বিএনপি বলছে তারা দায়ী নয়। আগুন সন্ত্রাস মেনে নেওয়া যায় না। তিনি বলেন, কোনো মতেই দেশকে অস্থিতিশীল করতে দেওয়া যাবে না। আগুন সন্ত্রাস প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গতকাল বনানী কার্যালয়ে জাতীয় মৎস্যজীবী পার্টির পরিচিতি ও মতবিনিময় সভায় একথা বলেন বিরোধীদলীয় এই উপনেতা।

জিএম কাদের বলেন, মানুষের কাছে আস্থার রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয় পার্টি।] দেশের মানুষ চায় জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়ে মানুষের কল্যাণে দায়িত্ব গ্রহণ করুক। মানুষ অত্যন্ত আগ্রহ নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।

তিনি বলেন, জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে প্রথম বা দ্বিতীয় শক্তি হিসেবে টিকে থাকতে চায়। জাতীয় পার্টি মানুষের প্রত্যাশা পূরণের সংগ্রাম এগিয়ে নিতে রাজনীতি করছে। জাপা চেয়ারম্যান বলেন, রাষ্ট্রপতিশাসিত সরকারের প্রধান হিসেবে পল্লীবন্ধু এরশাদ অনেক সংস্কারমূলক কর্মকা  বাস্তবায়ন করেছেন। মৎস্যজীবী পার্টির সভাপতি আজাহার সরকারের সভাপতিত্বে এবং মীর সামসুল আলম লিপটনের পরিচালনায় সভায় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

রাজ্জাক খান জাপা’র দফতর সম্পাদক-২: জাতীয় পার্টির সমাজকল্যাণ সম্পাদক এমএ রাজ্জাক খানকে পদোন্নতি দিয়ে দফতর সম্পাদক-২ পদে নিয়োগ দিয়েছেন জিএম কাদের। জিএম কাদের স্বাক্ষরিত এক সাংগঠনিক আদেশে এ নিয়োগ প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর