রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সন্দেহ হলেই পুলিশের ডোপ টেস্ট, কঠোর ব্যবস্থা

মাদকের বিরুদ্ধে এসএমপির উদ্যোগ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

মাদকের বিরুদ্ধে নিজের ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নতুন কমিশনার নিশারুল আরিফ। দায়িত্ব গ্রহণ করেই তিনি এসএমপির সব ইউনিটে পৌঁছে দিয়েছেন মাদকের বিরুদ্ধে তার জিহাদ ঘোষণার বার্তা। মাদক ব্যবসায়ীদের সঙ্গে আঁতাত, মাদক ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্টতা ও মাদক গ্রহণে কোনো পুলিশ সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গত ২৭ অক্টোবর সিলেট মহানগর পুলিশে কমিশনার হিসেবে যোগ দেন নিশারুল আরিফ। ওইদিন সিলেট এসে কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণের আগেই তিনি ছুটে যান নিহত রায়হান আহমদের বাড়িতে। রায়হানের মা, স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ন্যায়বিচার প্রাপ্তির ব্যাপারে আশ^স্ত করেন। নতুন পুলিশ কমিশনারের দৃঢ়তায় আশ^স্ত হন সিলেটের সাধারণ মানুষও। জানা গেছে, এবার সিলেট মহানগরী থেকে মাদক নির্মূলে নিজের ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন তিনি। মহানগর পুলিশের আওতাধীন ছয় থানায় কর্মরত পুলিশ সদস্যদের ওপর কড়া নজরদারিও শুরু হয়েছে। কোনো পুলিশ সদস্য কোনো অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে বিভাগীয় ও প্রচলিত আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন নতুন পুলিশ কমিশনার। বিশেষ করে কোনো পুলিশ সদস্য মাদক গ্রহণের কোনো আলামত পাওয়া গেলে তাকে ‘ডোপ টেস্ট’-এর মুখোমুখি হতে হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। টেস্টে কারও বিরুদ্ধে মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে, এসএমপির সব সদস্যের এমন কথাও জানিয়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সিলেট নগর গোয়েন্দা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় মাদকের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন পুলিশ কমিশনার নিশারুল আরিফ। এদিকে,  মাদক ও অপকর্মের বিরুদ্ধে পুলিশ কমিশনারের এই কঠোর হুঁশিয়ারি বার্তা ইতিমধ্যে এসএমপির সব ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অধীনস্তদের কাছে পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা সভা ডেকে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যদের কাছে মাদকের বিরুদ্ধে কমিশনারের বার্তা পৌঁছে দিয়েছেন।

এসএমপির হজরত শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে জানান, ‘পুলিশ সদস্যদের নিয়ে বৈঠক করে মাদকের বিরুদ্ধে পুলিশ কমিশনারের জিরো টলারেন্স নীতি ও মাদকের সংশ্লিষ্টতা পেলে যে কোনো পুলিশ সদস্য ডোপ টেস্টের আওতায় আসবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে।’

সূত্র জানায়, নতুন কমিশনারের ‘জিরো টলারেন্স’ নীতি ও কঠোর হুঁশিয়ারিতে এসএমপির বিরুদ্ধে তোলপাড় শুরু হয়েছে। যেসব পুলিশ সদস্য ও কর্মকর্তা মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের মদদদান এবং চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, মহানগর পুলিশের প্রায় ৩ হাজার পুলিশ সদস্য রয়েছেন। কোনো পুলিশ সদস্যের যাতে মাদকের সঙ্গে ন্যূনতম সংশ্লিষ্টতা না থাকে, এ জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ কমিশনার। তিনি বলেন, কোনো পুলিশ সদস্যকে নিয়ে সন্দেহ দেখা দিলেই তার ‘ডোপ টেস্ট’ করা হবে। মাদক গ্রহণ বা মাদক ব্যবসায়ীর সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ও প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন নতুন কমিশনার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর