রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শিল্পকলায় মঞ্চায়ন ‘গীতি চন্দ্রাবতী’

সাংস্কৃতিক প্রতিবেদক

ছুটির দিনে গতকাল শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো সংস্কার নাট্যদল প্রযোজিত দর্শকনন্দিত নাটক ‘গীতি চন্দ্রাবতী’। সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ এ নাটকটিতে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে নাটক মঞ্চায়নের কারণে এদিন অনেক দর্শককেই মনে ক্ষোভ নিয়ে ফিরে যেতে হয়েছে। দলপ্রধান এন ডি চঞ্চল বলেন, দীর্ঘদিন পর নাটকটি মঞ্চায়ন করতে পেরে খুবই ভালো লাগছে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে নাটক মঞ্চায়ন করতে হয়েছে, তাই অনেক দর্শক ফিরে গেছে বলে আমি খুবই কষ্ট পেয়েছি। তবে গ্রহণের এই কাল কেটে গিয়ে খুব শিগগিরই আমরা দর্শকদের পরিপূর্ণ চাহিদা পূরণ করতে পারব বলে আশা রাখি। নয়ান চাঁদ ঘোষ রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান অর্ক। অভিনয় করেছেন মনামী ইসলাম কনক, বাপ্পী সাইফ, ফাতেমা প্রমুখ। তুজ জোহরা ইভা, আশিকুর রহমান, নাবা চৌধুরী, খন্দকার রাকিবুল হক, মাসুদ কবির, হুমায়রা তাবাসসুম নদী, রাকিবুল ইসলাম রাসেল, মেছবাহুর রহমান, জান্নাত তাসফিয়া বাঁধন, ইগিমি চাকমা, মোস্তফা জামান সৌরভ, উষ্মিতা চৌধুরী, নির্ঝর অধিকারী, মায়ান মাহমুদ, টুটুন চাকলাদার, মোস্তাফিজুর রহমান মফিজ, সানাউল্লা সান্ট, সেলিম রেজা স্বপন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর