রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মহামারীতে সংকট উত্তরণের প্রার্থনা দীপাবলিতে

নিজস্ব প্রতিবেদক

মহামারীতে সংকট উত্তরণের প্রার্থনা দীপাবলিতে

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গতকাল মোমবাতি জ্বালিয়ে দীপাবলি উৎসব উদযাপন করা হয় -বাংলাদেশ প্রতিদিন

মহামারী করোনাভাইরাসে সৃষ্ট মহাদুর্যোগ, আর সামাজিক নানা সংকট-দুর্দশা থেকে উত্তরণে বর প্রার্থনায় শ্যামাপূজা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। মনের আসুরিক শক্তিকে বিনাশ করে সম্প্রীতি ও ভাতৃত্বের পৃথিবী গড়ে তুলতেও শ্যাম মায়ের কাছে প্রার্থনা করছেন তারা।  সনাতন ধর্মাবলম্বীরা গতকাল উদযাপন করলেন অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দীপাবলি বা দীপান্বিতা উৎসব। দেশজুড়ে নানা আয়োজনে এ উৎসব হয়। সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। দীপাবলির আয়োজন উদ্বোধন করে ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, অন্ধকার দূর করতে আমাদের উভয় দেশই আলোর কথা বলে। এটাকে দীপাবলির আলোতে অর্থাৎ বিজ্ঞান, জ্ঞান এবং বন্ধুত্বের আলোতে অন্ধকার দূরকরণের জন্য আক্ষরিক অর্থে নিতে পারি। আর সেটা হচ্ছে অবিশ্বাস, রোগশোক ও মহামারীর অন্ধকার।

তিনি বলেন, সৌহার্দ্য, আলো ও বন্ধুত্বের ওপর ভিত্তি করে চলায় বাংলাদেশ অসাধারণ দেশ। দীপাবলির স্পিরিটের মাধ্যমে বাংলাদেশের এ বিশেষত্ব আমাদের ধরে রাখা দরকার। সব ধর্ম ও গোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্ব বাংলাদেশকে ‘বিশেষায়িত করেছে’ উল্লেখ করে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, এটাই বাংলাদেশের বড় শক্তি। এক্ষেত্রে বাংলাদেশ ব্যতিক্রম। আলো ছড়িয়ে দিন, সৌহার্দ্য ছড়িয়ে দিন সবার মাঝে। কারণ এটাই বঙ্গবন্ধুর সত্যিকারের মূলনীতি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর