সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দরপতনেও ডিএসইতে লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

দরপতনেও ডিএসইতে লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

সপ্তাহের প্রথম দিনে গতকাল বড় দরপতন হয়েছে  দেশের দুই শেয়ারবাজারে। এরপরও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসইতে দিনের লেনদেন শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৭ পয়েন্টে নেমেছে। মূল্যসূচকের এই পতনের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৯৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৭টি এবং ৮৪টির দাম অপরিবর্তিত রয়েছে। তবে লেনদেন হয়েছে ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ টাকা। আগের কার্যদিবসে  লেনদেন হয় ৯৮৮ কোটি ৬ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৭৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর ছিল ১৩৮ টাকা ৩০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ২৫ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। ২১ কোটি ২০ লাখ টাকার  লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- গ্রামীণ ওয়ান : স্কিম টু, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, অ্যাসোসিয়েট অক্সিজেন, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ন্যাশনাল লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। অপর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১২১ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৬টির এবং ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর