সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
বিএফইউজে নির্বাচন

সভাপতি এম আবদুল্লাহ মহাসচিব রোকন

নিজস্ব প্রতিবেদক

সভাপতি এম আবদুল্লাহ মহাসচিব রোকন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) নির্বাচনে বর্তমান মহাসচিব এম আবদুল্লাহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহাসচিব হয়েছেন বিদায়ী সহসভাপতি নুরুল আমিন রোকন। গত শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এম আবদুল্লাহ প্যানেল থেকে সভাপতি ও মহাসচিবসহ ১০ জন এবং রুহুল আমিন গাজীর নেতৃত্বাধীন প্যানেল থেকে একটি সহসভাপতি পদসহ ৯ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। সভাপতি পদে এম আবদুল্লাহ পেয়েছেন ১৫৯ ভোট। প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন গাজী পেয়েছেন ১৫০ ভোট। মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা আবদুস শহিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় অপর প্রার্থী নুরুল আমিন রোকনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচিত অপর কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মোদাব্বের হোসেন, রাশিদুল ইসলাম ও ওবায়দুর রহমান শাহীন, সহকারী মহাসচিব নাসির আল মামুন, শফিউল আলম দোলন ও শহীদুল্লাহ মিয়াজি, কোষাধ্যক্ষ মুহাম্মদ খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম, দফতর সম্পাদক তোফায়েল হোসেন এবং প্রচার সম্পাদক মাহমুদ হাসান। নির্বাহী সদস্য- এইচ এম আলাউদ্দিন, জিয়াউর রহমান মধু, আবদুস সেলিম, শামসুদ্দিন হারুন, আবু বকর মিয়া, এ কে এম মহসিন ও মো. জাকির হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর