সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি

ইউএনওকে হত্যার হুমকি

লালমনিরহাট প্রতিনিধি

জেলার আদিতমারী উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) হত্যার হুমকির অভিযোগে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ইউএনও নিজে আদিতমারী থানায় এই জিডি করেন। উপজেলা প্রশাসনের সিসি ক্যামেরার সংযোগ খুলে ফেলা এবং তাতে বাধা দেওয়ায় হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়। এছাড়া উপজেলা পরিষদের সরকারি নথিপত্র হারিয়ে যাওয়া এবং রাজস্ব তহবিলের উনিশটি চেক বহির পাতা ছিঁড়ে ফেলার অভিযোগে আরও একটি জিডি হয়েছে। গতকাল সন্ধ্যায় করা জিডিতে উল্লেখ করা হয়েছে- উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় ভিজিডি ও মাতৃত্বকালীন ভাতার তালিকায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজের অংশ দাবি করেন। বিধি অনুযায়ী তালিকা প্রস্তুত করার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে বলা হলে উপজেলা চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে সভা অসমাপ্ত রেখে বের হয়ে যান। বারান্দায় দাঁড়িয়ে তার ব্যক্তিগত সহকারী হুমায়ুনকে ইউএনও অফিসের সিসিটিভি ক্যামেরার বিদ্যুৎ সংযোগ খুলে ফেলার নির্দেশ দেন। কারণ জানতে চাইলে ইউএনও মনসুর উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন। অপর ডায়েরিটি করেন উপজেলা পরিষদের মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর। ডায়েরিতে বলা হয়, গতকাল সকাল ১০টা ২০ মিনিটে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ পাঁচজন সহকারীর উপস্থিতে উপজেলা চেয়ারম্যান ১০০ পাতার চেক বই দেখতে চেয়ে হাতে নেন। পরে তিনি তাদের উপস্থিতিতে ছিঁড়ে টুকরো টুকরো করে নিজের কাছে রেখে দেন। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, জিডি দুইটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা চেয়ারম্যান বলেন, আমাকে ফাঁসাতে নতুনভাবে  ষড়যন্ত্র করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর