সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা

স্বামী ইমাদুলের আমৃত্যু কারাদন্ডের রায় প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

যৌতুকের দাবিতে স্ত্রী রেশমা খাতুনের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া এবং পরে তার মৃত্যুর ঘটনায় করা মামলায় স্বামী ইমাদুলের মৃত্যুদন্ড পরিবর্তন করে আমৃত্যু কারাদন্ডের রায় প্রত্যাহার (রিকল) করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ মামলায় পুনরায় আপিল শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন নির্ধারণ করেছে আদালত। গতকাল বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেয়। আদালতে আসামির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও এ বি এম বায়জিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত। মামলা সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৯ জুলাই সাতক্ষীরা জেলার সদর থানা এলাকায় যৌতুকের দাবিতে কেরোসিন ঢেলে স্ত্রী রেশমা খাতুনের গায়ে আগুন লাগিয়ে দেন স্বামী ইমাদুল।

এরপর গুরুতর অসুস্থ অবস্থায় জবানবন্দি দিয়ে ইমাদুলকে অভিযুক্ত করেন রেশমা। ২৯ জুলাই রেশমা মারা যান। পরে ২০০৮ সালের ১১ আগস্ট নারী ও শিশু ট্রাইব্যুনাল আসামি ইমাদুলকে মৃত্যুদন্ডাদেশ দেয়। এরপর আসামি মৃত্যুদন্ড ও জেল আপিল শুনানির জন্য হাই কোর্টে আসেন। ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি হাই কোর্ট ইমাদুলের মৃত্যুদন্ডাদেশ বহাল রাখে। সর্বশেষ গত ১১ নভেম্বর আমৃত্যু কারাদন্ড দিয়ে রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর