মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আগামী ২৭ নভেম্বর পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম

নিজস্ব প্রতিবেদক

আজ ১৭ নভেম্বর মঙ্গলবার থেকে ১৪৪২ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হয়েছে। গতকাল বাংলাদেশের আকাশে রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১১ রবিউস সানি ২৭ নভেম্বর শুক্রবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম বা বড়পীর হজরত আবদুল কাদের জিলানির (রহ.) ওফাত দিবস পালিত হবে। গতকাল বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন চৌধুরী। ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের এগারো তারিখে বড়পীর স্মরণে ফাতেহা শরিফের আয়োজনকে বোঝায়।

হজরত মহিউদ্দীন আবদুল কাদের জিলানি (রহ.) ছিলেন মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অধস্তন বংশধর। তিনি ৪৭০ হিজরি সনের পবিত্র রমজান মাসের ১ তারিখে ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট বুজুর্গ সাইয়েদ আবু সালেহ জঙ্গি আর মাতা সাইয়েদা উম্মুল খায়ের ফাতেমা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর