মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বরিশালের সোনারগাঁও টেক্সটাইল মিল চালুর দাবিতে অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের সোনারগাঁও টেক্সটাইল মিল চালুসহ বকেয়া বেতন ভাতার দাবিতে মিল গেটে অবস্থান এবং মহাসড়ক অবরোধ করেছে শ্রমিক-কর্মচারীরা। গতকাল সকাল ১০টায় শ্রমিক-কর্মচারীরা নগরীর রূপাতলী এলাকায় মিল গেটে অবস্থান কর্মসূচি পালন করেন। করোনার শুরুতে গত আট মাস আগে শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা বকেয়া রেখে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সোনারগাঁও টেক্সটাইল মিল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সকাল ১১টায় মিলের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন শ্রমিক-কর্মচারীরা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবরোধ কর্মসূচিতে অংশ নেন বরিশালের আটটি শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। প্রায় ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি চলাকালে মহাসড়কের দুই প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে। পরে বেলা ১২টায় মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় শ্রমিক-কমচারীরা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা এ কে আজাদ, নৌযান শ্রেমিক ফেডারেশন নেতা আবুল হাসেম, সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সংগঠক হারুন শরীফ ও ফরহাদ হোসেনসহ অন্যরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর