মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সোয়া চার কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে হোমল্যান্ড ইন্স্যুরেন্স

-ভ্যাট গোয়েন্দা

নিজস্ব প্রতিবেদক

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ কোটি ২৪ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ফাঁকি দেওয়ার তথ্য দিয়েছে ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, ওই বীমা কোম্পানির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অপরাধে গতকাল মামলা করা হয়েছে। ইতিমধ্যে ২৪ লাখ টাকা পরিশোধ করে বাকি অর্থ পরিশোধের অঙ্গীকার করেছে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গতকাল গণমাধ্যমকে এ তথ্য দিয়ে ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেছেন, ওই বীমা কোম্পানির বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে ভ্যাট ফাঁকির অভিযোগের ঘটনায় ভ্যাট গোয়েন্দার উপপরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়।

 কমিটি কোম্পানির ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম-সংক্রান্ত প্রয়োজনীয় দলিল, নথি ও বার্ষিক প্রতিবেদন পরীক্ষা করে। এতে দেখা যায়, কোম্পানি উৎসে কর্তন বাবদ ১ কোটি ৮৮ লাখ ১৪ হাজার ৮২ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। এই টাকা যথাসময়ে সরকারি কোষাগারে জমা হয়নি। ফলে আইন অনুযায়ী জরিমানাসহ হবে আরও এক কোটি টাকা। একই সময়ে স্থান ও স্থাপনার ওপর ভাড়া বাবদ ৮৪ লাখ ৫৮ হাজার ৯১৮ টাকার ভ্যাট ফাঁকি উদ্্ঘাটন করা হয়। আর যথাসময়ে পাওনা পরিশোধ না করায় জরিমানা হিসেবে ৩৯ লাখ টাকা আদায়যোগ্য। তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সার্ভিস চার্জসহ অন্যান্য খাতেও ভ্যাট ফাঁকি হয়েছে প্রায় তিন কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর