মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীদের হয়রানি

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সেখানে বিভিন্ন সেবা নিতে গিয়ে ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। তাদের অভিযোগ, ট্রাভেল ডকুমেন্টের জন্য প্রবাসীদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে হয়রানি করা হচ্ছে। গতকাল দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে সেবা-বঞ্চিত প্রবাসীরা ভিডিও বার্তায় গণমাধ্যমের কাছে এ অভিযোগ করেন। তারা জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করেও সেবা-বঞ্চিত হচ্ছেন। তাদের দুঃখ-কষ্টের কথা জেনেও পাশে দাঁড়াচ্ছেন না হাইকমিশনের কর্মকর্তারা। তারা অভিযোগ করেন, সকালে প্রবাসীদের ট্রাভেল ডকুমেন্ট ফি নিয়ে বিকালেও দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে, হাইকমিশনার মোহাম্মাদ নূরে এলাহী নেই। তিনি  এলে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে। কিন্তু প্রবাসীরা না খেয়ে দিনভর সেখানে বসে থেকে ট্রাভেল ডকুমেন্টস পাচ্ছেন না। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর