বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশনে স্বাস্থ্য বিভাগ

খুলনায় ৩২টি ক্লিনিক ডায়াগনস্টিক বন্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে নেমেছে স্বাস্থ্য অধিদফতর। লাইসেন্সবিহীন (নিবন্ধন), লাইসেন্স নবায়ন না করা ও নানা অনিয়মের কারণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৩২টি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, লাইসেন্স ছাড়া বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানের অস্বাস্থ্যকর পরিবেশ, নিয়ম অনুযায়ী চিকিৎসক-নার্স নেই সেসব প্রতিষ্ঠানও বন্ধ করা হচ্ছে। তবে লাইসেন্স নেই কিন্তু অনলাইনে আবেদন করেছেন এমন প্রতিষ্ঠান নিয়ম মেনে পরিচালনা করা হলে তাদের লাইসেন্স প্রদানে সুপারিশ করা হচ্ছে। জানা যায়, খুলনা নগরীর অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে গড়ে উঠেছে লাইসেন্সবিহীন অসংখ্য বেসরকারি হাসপাতাল, প্যাথলজিক্যাল ল্যাবরেটরি, ডায়াগনস্টিক। এর মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানে নিয়ম-নীতি মানা হয় না।

সর্বশেষ খবর