বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মাস্ক ব্যবহার না করায় জেল-জরিমানা অব্যাহত

প্রতিদিন ডেস্ক

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করতে গতকাল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানকালে ২ শতাধিক ব্যক্তিকে জেল-জরিমানা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য। চট্টগ্রাম : অভিযানকালে মাস্ক ব্যবহার না করায় রিয়াজুদ্দিন বাজারে ১৬ জনকে ২৭ হাজার, আগ্রাবাদে ২১ জনকে ৬ হাজার ৯৫০, টেরিবাজার ও আন্দরকিল্লায় পাঁচজনকে ৭০০ এবং চকবাজারে ১৯ জনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বোয়ালখালীর বিভিন্ন এলাকায় ১৬ জনকে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। বগুড়া : স্বাস্থ্যবিধি না মানায় তিনজনকে দুই দিন করে কারাদন্ড ও দুজনকে এক দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দুজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন উপজেলায় ১৮৯ জনকে ২৭ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। কলাপাড়া (পটুয়াখালী) : মাস্ক ব্যবহার না করায় কলাপাড়ায় ১১ পথচারীকে ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার উদ্যোগে গতকাল নো মাস্ক নো সার্ভিস ক্যাম্পেইন শুরু হয়েছে। সংগঠনের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন পর্যটকরা যাতে নিরাপদ থাকেন সে চেষ্টা অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর