বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জেলা প্রশাসন কর্মচারীদের দাবি মেনে নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও বরিশাল

সারা দেশে আন্দোলনরত জেলা প্রশাসনের কর্মচারীদের দাবিগুলো ৩০ নভেম্বরের মধ্যে না মানলে ১ ডিসেম্বর থেকে গণকর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এক বিবৃতিতে        এই ঘোষণা দেন। পাশাপাশি তিনি আন্দোলনরত জেলা প্রশাসনের কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যতগুলো বেতন কমিশন হয়েছে প্রতিটিতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা আর্থিক ও প্রশাসনিকভাবে চরম বৈষম্যের শিকার হয়েছেন। অবিলম্বে নবম পেকমিশন গঠনের মাধ্যমে ১০টি ধাপে বেতন স্কেল নির্ধারণ, অন্তর্বর্তী ব্যবস্থায় ৪০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান সময়ের দাবি। এদিকে পদবী ও গ্রেড উন্নীতকরণের দাবিতে তিন দিন ধরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস)।

 রবিবার থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন তারা।

সর্বশেষ খবর