বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করা উচিত

-কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজার জিয়ারত শেষে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, দেশের এই পরিস্থিতিতে আমাদের সবার উচিত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবন চরিত্র ও তাঁর আদর্শ অনুসরণ করা। এই দুর্যোগ থেকে অব্যাহতি পেতে আমাদের আরও ত্যাগী হতে হবে। স্বাধীনতায়   যার যা মর্যাদা তা স্বীকার করা উচিত এবং দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে সবাইকে নিয়ে সরকারের অগ্রসর হওয়া উচিত বলে মনে করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। দিবসটি উপলক্ষে গতকাল বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সন্তোষে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। ভাসানীর পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর গণস্বাস্থ্যের ড. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারী এবং সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ, জেলা জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, ভাসানী স্মৃতি সংসদ, ন্যাশনাল পিপলস পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, জাসাস, ভাসানী আদর্শ অনুশীলন পরিষদ, ভাসানী স্মৃতি পরিষদ, ন্যাপ ভাসানী, আওয়ামী সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সর্বশেষ খবর