বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চিকিৎসক নেই, নার্স নেই, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেই, টেকনিশিয়ান নেই, নেই প্রয়োজনীয় মানসম্পন্ন চিকিৎসা উপকরণ, জরুরি বিভাগ ও সুষ্ঠু মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা। সর্বোপরি অনুমোদন নেই স্বাস্থ্য অধিদফতরের। এতসব নেই নিয়েই পরিচালিত হচ্ছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এলাকার  জনসেবা ডায়াগনস্টিক সেন্টার এবং কালিবাড়ি আইডিয়াল ক্লিনিক। তবে গতকাল দুপুরে অভিযান চালিয়ে এ দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার  শেখ জুবায়ের আহমেদ। এদিকে, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ‘মন নিরাময় কেন্দ্র’ লাইসেন্স ছাড়াই অবৈধভাবে পরিচালিত হওয়ায় সিলগালা করে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

 গতকাল দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। অভিযানকালে মন নিরাময় কেন্দ্রের মালিক ইমরানকে খুঁজে পাওয়া না গেলেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায়। 

 

সর্বশেষ খবর