বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কুমিল্লায় ছাত্রলীগ নেতার বাড়িতে আওয়ামী লীগ নেতার হামলা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে এক ছাত্রলীগ নেতার বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীরা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এতে নারী ও শিশু আহত হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতার মা বাদী হয়ে গতকাল লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। দায়ের করা লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা  গেছে, একটি শালিসকে  কেন্দ্র করে মুদাফরগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেনের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের   আহ্বায়ক কমিটির সদস্য বাবুল মিয়ার বাকবিতন্ডা হয়। এর জের ধরে সোমবার রাতে বাবুল মিয়া ও তার ভাই জসিমসহ ১৭-১৮ জন জাহিদের বাড়িতে হামলা চালায়। দা, ছেনি, লোহার রড নিয়ে হামলা চালিয়ে বসতঘরের জানালার গ্লাস, আলমিরা,  সোফাসহ আসবাবপত্র তছনছ ও টিনের বেড়া, রান্নাঘর কুপিয়ে ও ভাঙচুর করে। হামলায় জাহিদের মা মিনোয়ারা বেগম (৫০) ও তার ভাগ্নি সিফাত হোসেন (১৭ মাস) আহত হন। এ ঘটনায় বাবুল ও জসিমসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২ জনের বিরুদ্ধে লাকসাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া জানান, এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। তারা নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে। মুদাফরগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম শাহীন জানান, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করব। ঘটনাস্থল পরিদর্শন করে লাকসাম থানার এসআই আবু নাসের জানান, ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর