বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শরীয়তপুরে শওকত আলীর দাফন

শোক কর্মসূচি আওয়ামী লীগের

শরীয়তপুর প্রতিনিধি

সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি জাতীয় বীর কর্নেল (অব.) শওকত আলীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শরীয়তপুরের নড়িয়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বাদ জোহর নড়িয়া বিহারীলাল উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০ টায় সেনাবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে তার মরদেহ শরীয়তপুরের স্টেডিয়ামে আনা হয়। পরে নড়িয়া শহীদ মিনারে মরদেহ রাখা হলে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমসহ  সর্বস্তরের মানুষ কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শরীয়তপুর জুড়ে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নড়িয়া স্বাধীনতা ভবনে ছুটে আসেন আত্মীয়স্বজন ও রাজনৈতিক নেতা-কর্মীরা। এ সময় তাদের আর্তনাদে হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ খবর