বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

‘বঙ্গবন্ধু ও বাঙালি সংস্কৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন

সাংস্কৃতিক প্রতিবেদক

সংস্কৃতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের বিভিন্ন বিষয় নিয়ে ‘বঙ্গবন্ধু ও বাঙালি সংস্কৃতি’ নামের বই লিখেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা নালন্দা। এতে অধ্যায় রয়েছে ২৩টি।

গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অতিথি ছিলেন নাট্যজন আতাউর রহমান। উপস্থিত ছিলেন প্রকাশক রেদওয়ানুর রহমান জুয়েল। কে এম খালিদ বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে প্রচুর বই প্রকাশিত হচ্ছে। তবে এই বইটি ভিন্ন। বইটি গবেষকদের কাজে লাগবে। আতাউর রহমান বলেন, কারাগারে দীর্ঘ জীবন না কাটালে বঙ্গবন্ধু আরও লিখতে পারতেন। বইটির লেখক গোলাম কুদ্দুছ বলেন, বঙ্গবন্ধুর দেশপ্রেম, রাজনৈতিক প্রজ্ঞা, মানুষের প্রতি গভীর ভালোবাসা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। বঙ্গবন্ধুর সংস্কৃতি বিষয়ক ভাবনা ও সংস্কৃতির প্রতি অনুরাগ তুলে ধরতেই এই গ্রন্থ রচনা। বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ১৭৬ পৃষ্ঠার এই বইটির মূল্য ৩৫০ টাকা।

সর্বশেষ খবর