বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রোহিঙ্গা প্রত্যাবাসনে নির্দিষ্ট তারিখ চাইবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করার লক্ষ্যে নির্দিষ্ট তারিখ নির্ধারণের জন্য নবনির্বাচিত মিয়ানমার সরকারের কাছে দাবি জানাবে ঢাকা। বাংলাদেশের বন্ধু দেশগুলো এ ব্যাপারে নেপিদোর ওপর চাপ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কভিড-১৯ মহামারী ও মিয়ানমারের নির্বাচনের কারণে             রোহিঙ্গা প্রত্যাবাসন আলোচনা বন্ধ ছিল। বাংলাদেশের বন্ধু দেশগুলো ঢাকাকে আশ্বস্ত করেছে যে, মিয়ানমারের নির্বাচন শেষ হয়েছে। এখন তারা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার জন্য নেপিদোর ওপর নতুন করে চাপ জোরদার করবে। চীন, জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাজ্যের মতো আমাদের বন্ধুরা বলেছে, তারা আমাদের সহায়তা করবে যাতে মিয়ানমার এ ব্যাপারে (রোহিঙ্গা প্রত্যাবাসন) উদ্যোগ নেয়। আমরা এখন তাদের (মিয়ানমারের নবনির্বাচিত সরকার) রোহিঙ্গা প্রত্যাবাসনে তারিখ নির্ধারণ করতে বলব। ঢাকা এখন মিয়ানমারে নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছে। দেশটিতে নতুন সরকার পূর্ণাঙ্গরূপে গঠিত হওয়ার পর অন্য দেশগুলো যখন এ সরকারকে স্বীকৃতি দেবে, বাংলাদেশও তখন স্বীকৃতি দেবে। তিনি বলেন, মিয়ানমার পক্ষ বিভিন্নভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছিল। তবে গত তিন বছরে একজন রোহিঙ্গাও রাখাইনে ফিরতে পারেনি।

সর্বশেষ খবর