বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মুক্তিযোদ্ধাদের জমির নামজারি হবে ১০ দিনে

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধাদের জমির নামজারি হবে ১০ কার্যদিবসে। গতকাল ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়, সনদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নামজারির আবেদন দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত গ্রহণ করেছে। আরও বলা হয়, নামজারির জন্য ‘বীর মুক্তিযোদ্ধাদের জন্য নামজারির রেজিস্টার’ নামে আলাদা রেজিস্টারে অ্যান্ট্রি করার কথা বলা হয়েছে। এ ছাড়া, সহকারী কমিশনারের (ভূমি) অবিলম্বে নামজারির আবেদনটি সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তার কাছে পাঠাবেন। প্রযোজ্য ক্ষেত্রে সহকারী কমিশনারকে স্বয়ং সরেজমিন তদন্ত করার কথা বলা হয়েছে। আবেদনের ৩ কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্ত তিনি সংশ্লিষ্টদের শুনানির জন্য নোটিস দেওয়ার কথা বলা হয়েছে পরিপত্রে।

 অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বিষয়ে ফোকাল পয়েন্ট নিয়োজিত থাকবেন এবং তিনি সেবাদানের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন। পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার বোর্ডে প্রতিবেদন পাঠাবেন।

সর্বশেষ খবর