বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগের প্রার্থীরা কৌশলী প্রচারণায়

চসিক নির্বাচন - মেয়রসহ কাউন্সিলর প্রার্থীদের জয়ী করতে একাট্টা নেতারা

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক না হলেও কৌশলে নানাভাবে মেয়রসহ কাউন্সিলর প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। ভোটারদের মন জয়ে তারা করোনা পরিস্থিতিতে পাশে থাকাসহ স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মকান্ডের বিষয় তুলে ধরছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে। এতে দলীয় প্রার্থীদের জয়ী করতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগসহ নেতারা স্ব স্ব ওয়ার্ডে বৈঠকের পাশাপাশি কমিটি গঠনের উদ্যোগ নিচ্ছেন। চসিক নির্বাচন ঘিরে আওয়ামী লীগ মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জয়ী করতে ফের মাঠ গোছাতে কাজও শুরু করেছেন। ইতিমধ্যে চসিক নির্বাচনের জন্য নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ওয়ার্ড পর্যায়ে দলীয় এজেন্টসহ নানাবিধ কাজ তৈরিতে আলোচনার পাশাপাশি দলের ওয়ার্ড কমিটির আওতাধীন ইউনিটের কার্যকরী সভাও করেছেন। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে দলীয় কর্মকা- অব্যাহত রেখেছেন। সিটি করপোরেশন নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের সক্রিয় এবং সর্বশক্তি নিয়ে কাজ করার আহ্বান জানান সাবেক মেয়র।

অন্যদিকে চসিকের নির্বাচনী মাঠে সাত মেয়র প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত এম রেজাউল করিম চৌধুরী ও বিএনপির ডা. শাহাদাত হোসেনের মধ্যে।

আ জ ম নাছির উদ্দিন বলেন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা আরও শক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে বৈঠক বা কার্যকরী সভা হয়েছে। সভায় চসিক নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে দলের এজেন্ট, নেতা-কর্মীদের সক্রিয়তাসহ নানাবিধ বিষয়ে আলোচনা হচ্ছে।

গত ৬ আগস্ট চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন চসিকের প্রশাসক হিসেবে ১৮০ দিনের জন্য দায়িত্ব নেন। ১৩ আগস্ট কাউন্সিলরদের জায়গায় ৪১টি ওয়ার্ডের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য করপোরেশনের শীর্ষ তিন কর্মকর্তাকে দায়িত্ব দেন প্রশাসক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর