বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনার সময়ে হতদরিদ্রদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন

বাঞ্ছারামপুর প্রতিনিধি

করোনার সময়ে হতদরিদ্রদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন

বাঞ্ছারামপুরে দরিদ্রদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ করে বসুন্ধরা ফাউন্ডেশন -বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (ট্রেজারার) এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর দিকনির্দেশনা অনুযায়ী গত ২০ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১৪ কার্যদিবসে বাঞ্ছারামপুরে হতদরিদ্রদের মাঝে সুদমুক্ত ৭০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ৫৬তম এই ঋণ বিতরণ কার্যক্রম ছিল ব্যতিক্রমী। এ সময় বসুন্ধরা ফাউন্ডেশনের ম্যানেজার মোশারফ হোসেন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের মধ্য দিয়ে ৭২৮ জন হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত লোকের মাঝে অর্থ বিতরণ করেন। গ্রহীতারা সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিহিত অবস্থায় সারিবদ্ধভাবে এতে অংশ নেন। ঋণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, উপ-প্রকৌশলী শফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হযরত আলী, বসুন্ধরা ফাউন্ডেশনের জুনিয়র অফিসার মো. আনোয়ার হোসেন, ফিল্ড অফিসার মো. শাহজাহান প্রমুখ।

বর্তমানে বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ১১৮টি গ্রামের মধ্যে ১২টি ইউনিয়নের ৮০টি গ্রাম এবং নবীনগর উপজেলার ১টি গ্রামের দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঋণ সুবিধা প্রদানের লক্ষ্যে বসুন্ধরা ফাউন্ডেশন এ কর্মসূচি হাতে নেয়। কর্মসূচি অনুযায়ী, ১৪ কার্যদিবসে নতুন হতদরিদ্র ১১২ জনের প্রত্যেককে সাড়ে ৭ হাজার টাকা এবং পুরাতন ৬১৬ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়। এ ঋণের টাকা সম্পূর্ণভাবে সুদ ও সার্ভিসচার্জ মুক্ত। জানা গেছে, দরিদ্রতা মুক্তির জন্য পর্যায়ক্রমে বাঞ্ছারামপুর, নবীনগর এবং হোমনা উপজেলার সব গ্রামে সুদবিহীন এই ঋণ প্রদান করা হবে। এরই মধ্যে বাঞ্ছারামপুরের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত লোকগুলো বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিসচার্জমুক্ত এই ঋণ গ্রহণ করে ক্ষুদ্র ক্ষুদ্র ৩২ প্রকার অর্থনৈতিক কাজে অর্থ বিনিয়োগ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন। ফাউন্ডেশনের শুরু থেকে এ পর্যন্ত ২০ হাজার ৩৫১ জন হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত লোকের মাঝে ৩২টি স্কিমের আওতায় ১৬ কোটি ২২ লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, বসুন্ধরা ফাউন্ডেশনের লক্ষ্য অনুযায়ী বাঞ্ছারামপুর এবং পার্শ্ববর্তী নবীনগর ও হোমনা উপজেলাকে দারিদ্র্যমুক্তকরণ করা হচ্ছে।

সর্বশেষ খবর