বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ছাদ থেকে পড়ে কিশোরীর রহস্যজনক মৃত্যু

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে একটি ভবনের ছাদ থেকে পড়ে হালিমা (১৭) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫টায় কাফরুলের বি-ব্লকের ৮ নম্বর রোডে শিশু কবরস্থানের পাশের এলাকায় এ ঘটনা ঘটে। পরে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। হালিমার বাবা জালাল খান। তাদের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। তারা কাফরুল এলাকাতেই থাকতেন। মর্গ সূত্র জানায়, কাফরুলের ৮ নম্বর রোডের শিশু কবরস্থানের পাশে চায়ের দোকান করেন হালিমার বাবা জালাল। বিকালে এলাকার একটি ছয় তলা ভবনের ছাদ থেকে মেয়েটি নিচে পড়ে যায়। এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাফরুল থানার এসআই আবদুল জলিল জানান, কিশোরী ওই ভবনে গিয়েছিল কেন তা এখনো জানা যায়নি। এটি আত্মহত্যা, না হত্যা তা জানতে তদন্ত চলছে।

এদিকে রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ১৭ নভেম্বর সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে ২১ হাজার ৮৭০ পিস ইয়াবা, ৯৯ গ্রাম হেরোইন ও ৩ কেজি ৩৪০ গ্রাম ১০ পুরিয়া গাজা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর