বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

যুবদল নেতা লিয়নকে জনসম্মুখে হাজিরের দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্টন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিয়ন হককে অবিলম্বে জনসম্মুখে হাজির করার দাবি জানিয়েছে বিএনপি। গতকাল দলের কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। তিনি বলেন, উৎকণ্ঠার সঙ্গে আমরা জানাচ্ছি, জাতীয়তাবাদী যুবদলের পল্টন থানার যুগ্ম আহ্বায়ক লিয়নকে মঙ্গলবার দুপুর থেকে পাওয়া যাচ্ছে না। তার সহকর্মী ও পরিবারের সদস্যরা থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও এখন পর্যন্ত কোনো সন্ধান পাননি।

লিয়ন হকের সহকর্মী ও পরিবারের সদস্যদের ধারণা, তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে গোপন রাখছে। আমরা আশা করি, অবিলম্বে লিয়ন হককে জনসম্মুখে হাজির করা হবে। অন্যথায় অনাকাক্সিক্ষত কিছু হলে কোনোভাবেই এর দায় এড়াতে পারবে না সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিবৃতিতে বলা হয়, এর আগেও ১২ নভেম্বর থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মোস্তাফিজুর রহমান এবং হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান নিখোঁজ হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটকের বিষয়টি অস্বীকার করলেও চার-পাঁচ দিন অজ্ঞাত স্থানে আটক রাখার পর তাদের থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার যুবদল খিলগাঁও থানা সভাপতি আবুল হাসনাত অনুকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যাওয়ার পর থেকে তারও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর ৮ ঘণ্টা পর অনুকে গতরাতে পল্টন থানায় হস্তান্তর করা হয়। ফরিদপুর জেলা যুবদল সভাপতি রাজীব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক সরেন, পিন্টুসহ কমপক্ষে ১২ জন নেতা-কর্মীকে আটকেরও নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান প্রিন্স।

 

সর্বশেষ খবর