শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ডিজিটাল হচ্ছে রাজশাহী পুলিশ

অপরাধ ঠেকাতে করা হচ্ছে ডাটাবেজ, বসছে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ডিজিটাল হচ্ছে রাজশাহী পুলিশ

রাজশাহী নগরীর নিরাপত্তায় তৈরি হচ্ছে তরুণদের ডিজিটাল ডাটাবেজ। বসছে নগরীর ৫০০ স্পটে ক্লোজ সার্কিট ক্যামেরা। পুরো নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন উদ্যোগ। এই উদ্যোগকে ইতিবাচক বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সূত্র জানায়, অপরাধ ও বিপথগামী হওয়া ঠেকাতে পুলিশ রাজশাহী নগরীর কিশোরদের ডিজিটাল তথ্যভান্ডার তৈরি করছে। কিশোরদের কর্মকান্ডে  নজরদারি, একবার আটক হওয়ার পর নতুন কোনো অপরাধে জড়ালে সহজেই খুঁজে বের করা যাবে তথ্যভান্ডারের সাহায্যে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, প্রথমবার আটক হওয়া কিশোরদের ধরে সংশোধনের জন্য তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তখন তাদের জিজ্ঞাসাবাদ করে এই তথ্যভা ন্ডার তৈরি করা হয়েছে। এসব কিশোরকে আইনি সচেতনতা ও মানবিক মূল্যবোধের বিষয়ে জাগ্রত করা হবে। শুধু শাস্তি নয়, এভাবে বিকল্প উপায়ে তাদের বিপথগামিতা থেকে ফেরানোর চেষ্টা করা হবে। অপরাধী শনাক্তে নগরীতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েছিল সিটি করপোরেশন। বছর না ঘুরতেই সেগুলো অকেজো হয়ে যায়। মনিটরিং ব্যবস্থাও ভেঙে পড়ে। এবার নগরজুড়ে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর পাশাপাশি ২৪ ঘণ্টা মনিটরিংয়ের উদ্যোগ নিয়েছে আরএমপি। নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, নগরীর ৫০০ স্পটে বসানো হবে ক্লোজ সার্কিট ক্যামেরা। মনিটরিং করতে ২৪ ঘণ্টা লোক নিয়োগ করা হবে। ঢাকা মহানগর পুলিশের মতো এখানেও মনিটরিং ব্যবস্থা থাকবে। এতে কোথাও কোনো অপরাধ  কর্মকান্ড  ঘটলে সিসি ক্যামেরার সাহায্য নিয়ে অপরাধী শনাক্ত করা সহজ হবে। কিশোরদের ডিজিটাল তথ্যভান্ডার ও ক্লোজ সার্কিট ক্যামেরা অপরাধপ্রবণতা কমাতে ভূমিকা রাখবে বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজশাহী খেলাঘরের সভাপতি ডা. এফ এম এ জাহিদ বলেন, এই উদ্যোগটি ভালো। একদিকে কিশোরদের অপরাধ থেকে ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে। আবার যারা অপরাধ করবে, তাদের চিহ্নিত করে পুলিশ আইনি ব্যবস্থা নিতে পারবে। রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকেও সিসি ক্যামেরা বসানো হয়েছে। তবে পুলিশের মতো সার্বক্ষণিক মনিটরিং করা কষ্টসাধ্য। আরএমপি যে উদ্যোগটি নিয়েছে, সেটি অপরাধ কমাতে ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর