শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধু ছিলেন শোষিত মানুষের পক্ষে

-পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বঙ্গবন্ধু ছিলেন শোষিত মানুষের পক্ষে

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই বর্তমানে বাংলাদেশ জাতিসংঘের শান্তি মিশনে এক নম্বরে রয়েছে। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ছিল জনগণের ন্যায্য অধিকার আদায়। অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু সারা জীবন সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন শোষিত মানুষের পক্ষে। মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তাঁকে অমরত্ব দান করেছে। বঙ্গবন্ধু জনগণকে সঙ্গে নিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। ‘বিশ^ দর্শন দিবস ২০২০’ উপলক্ষে গতকাল বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ আয়োজিত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন’ শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুম আইডির মাধ্যমে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সঞ্চালনায় ওয়েবিনারে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত। স্বাগত বক্তব্য দেন দর্শন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক কাজী শোয়েবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেন। বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ ওয়েবিনারে জুম পদ্ধতিতে সংযুক্ত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর