শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
এফবিসিসিআই ক্লাউড কনফারেন্স

বাণিজ্য বাড়াতে আগ্রহী ফিনল্যান্ডের ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ফিনল্যান্ড চেম্বার অব কমার্স (এফসিসি)। দেশটির ব্যবসায়ীদের এই সংগঠনটির সভাপতি জুহো রোমাক্কানিয়েমি বলেছেন, আমাদের কিছু মূল ধারণার বিষয়ে উভয় পক্ষকেই সম্মত হতে হবে। ফিনল্যান্ডের কোম্পানিসমূহ ফিনিশ প্রতিষ্ঠান বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে প্রযুক্তি সুবিধা নিয়ে আসবে। এই সুবিধা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশে দ্বিপক্ষীয় বাণিজ্যের সর্বোচ্চ সুযোগ-সুবিধা রয়েছে। গতকাল অনলাইনে অনুষ্ঠিত ‘বাইলেটারেল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ ইন দ্য অনগোয়িং গ্লোবাল প্যানডেমিক অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক এফবিসিসিআই ক্লাউড কনফারেন্সে অংশ নিয়ে এসব কথা বলেন ফিনল্যান্ড চেম্বার অব কমার্স (এফসিসি) সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও জুহো রোমাক্কানিয়েমি। এতে স্বাগত বক্তব্য দেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

তিনি বলেন, যদিও বাংলাদেশি পণ্যগুলো ইউরোপীয় ইউনিয়নের জিএসপি (ইবিএ) নীতিমালার অধীনে ফিনল্যান্ডে শুল্কমুক্ত প্রবেশ সুবিধা পেয়ে থাকে কিন্তু ফিনল্যান্ডের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য তুলনামূলক সম্ভাবনার চেয়ে অনেক কম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর