শনিবার, ২১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বদলে যাচ্ছে খুলনা

তিন মেগা প্রকল্পে সড়ক সংস্কার

সামছুজ্জামান শাহীন, খুলনা

ভারি বর্ষণে খুলনা শহরের অলিগলি, প্রধান সড়ক থেকে ফুটপাথ পর্যন্ত পানিতে তলিয়ে যায়। সেই সঙ্গে খানাখন্দে ভরা সড়কে বেহাল দশা ও যেখানে সেখানে ময়লা-আবর্জনায় রয়েছে চরম নাগরিক ভোগান্তি। তবে এ অবস্থার নিরসনে এডিপিওভুক্ত দুই প্রকল্পে প্রায় ১৪৩১ কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। চলতি অর্থবছরে দুই খাতে ১৮০ কোটি টাকা পাওয়া যাবে। এ ছাড়া ১৭ নভেম্বর শহরের বর্জ্য ব্যবস্থার উন্নয়নে ৩৯৩ কোটি টাকার আরেকটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। বিশ্লেষকদের মতে, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থার উন্নয়নে এসব প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে খুলনা মহানগরী। জানা যায়, ৪৫ দশমিক ৬৫ বর্গকিলোমিটার আয়তনের খুলনা সিটি করপোরেশন এলাকায় প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। প্রতিদিন গড়ে এখানে ১২০০ টন বর্জ্য উৎপন্ন হয়। শহরের কয়েকটি স্থানে সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট তৈরি করা হলেও তা পর্যাপ্ত নয়। নতুন প্রকল্পের আওতায় প্রতিটি ওয়ার্ড থেকে মিনি ট্রাকের মাধ্যমে বর্জ্য সংগ্রহ ও সংযুক্ত ২২টি খালের পানি নিষ্কাশন সচল রাখার ব্যবস্থা রয়েছে। কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আবদুল আজিজ বলেন, নতুন প্রকল্পে বর্জ্য ব্যবস্থার উন্নয়নে খরচ হবে ৩৯৩ কোটি ৪০ লাখ টাকা। শহরের ভিতরের সলিড ওয়েস্টের জন্য সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট, জমি অধিগ্রহণ, সহায়ক ট্রাক যন্ত্রপাতি ক্রয়, মানব বর্জ্য থেকে জ্বালানি চারকোল তৈরির কার্বনাইজেশন মেশিন ক্রয়, ড্রেন থেকে পেড়ি মাটি উত্তোলন করা ও ভাসমান ময়লা নেটের মাধ্যমে অপসারণ করা হবে। সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় খুলনাকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

এ ছাড়া জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ সংস্কার ও ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ চলমান রয়েছে। কেসিসির কর্মকর্তারা জানান, শহরের তুলনায় রূপসা নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। এ কারণে ৮২৩ কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কাজ শুরু হয়েছে। চলতি অর্থবছরে এ প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা দিয়ে ৯টি প্রধান সড়কের পাশে ৬২ কিলোমিটার প্রাইমারি ড্রেন ও বিভিন্ন ওয়ার্ডে ১২৮ কিলোমিটার সেকেন্ডারি ড্রেন সংস্কার করা হবে। এ ছাড়া সড়ক মেরামত ও উন্নয়নে ৬০৮ কোটি টাকা ব্যয়ে ৭৮ কিলোমিটার সড়ক কার্পেটিং, ১৫১ কিলোমিটার সড়ক আরসিসি ঢালাই ও ৩৩ কিলোমিটার সড়ক সিসি ঢালাই দেওয়া হবে। ২০টি গুরুত্বপূর্ণ মোড় উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও কিছু যানবাহন কেনার প্রস্তাব রয়েছে প্রকল্পে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর