শনিবার, ২১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রাজশাহীতে নারীদের সঙ্গে প্রতারণার ফাঁদ আটক ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে অসহায় নারীদের বিদেশ পাঠানোর নামে প্রতারণা চেষ্টার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। গতকাল সকালে রাজশাহী মহানগরীর কাজলায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুজনের নাম  মামুন হোসেন ও নিসা খাতুন। জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম।

এ সময় এনএসআইর রাজশাহী নগর কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ হোসেন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র দে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, আটক মামুনের বাড়ি কুষ্টিয়া। তিনি সম্প্রতি কাজলায় নিপা বেগম নামে এক নারীর বাড়ি ভাড়া নেন। তিনি বলেছিলেন, মাঝে মাঝে এখানে এসে নারীদের ফ্যাশান ডিজাইনের প্রশিক্ষণ দেবেন। এরপর ৮০ থেকে শতভাগ স্কলারশিপে তাদের ফ্যাশান ডিজাইনের ওপর পড়াশোনার জন্য বিদেশে পাঠানো হবে। সেখানে পড়াশোনা শেষ করে তারা চাকরি করবেন। ভালো আয় করে টাকা দেশে পাঠাবেন। বাড়ির মালিক নিপার ছোট বোন নিসা মামুনের বন্ধু। নিসা এলাকার ২০-২৫ জন দরিদ্র তরুণীকে প্রশিক্ষণের জন্য নিয়ে আসেন। গতকাল সকালে এসব তরুণীর সঙ্গে আলোচনা চলছিল। তখন অভিযান চালিয়ে মামুন ও নিসাকে আটক করে নিয়ে আসা হয়। এডিএম জানান, এটি আসলে একটি প্রতারণার ফাঁদ। তা না হলে মামুন তার নিজের জেলায় কাজটি করতে পারতেন। আর তার নিজের কোনো প্রতিষ্ঠানও নেই। তিনি কীভাবে নারীদের বিদেশে পাঠাবেন। আপাতত এটি প্রতারণার ফাঁদ মনে হলেও এর সঙ্গে নারী পাচারের কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হবে। আর আটক দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র দে’র হেফাজতে আছেন। তিনি আইনি ব্যবস্থা নেবেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর