শনিবার, ২১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শিল্পকলায় পদাতিকের পাকে বিপাকে

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় পদাতিকের পাকে বিপাকে

ছুটির দিন গতকাল বিকালে একপশলা ঝিরিঝিরি বৃষ্টির রেশ কাটতে না কাটতেই শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার বাইরের টিকিট কাউন্টারের সামনে দর্শকের দীর্ঘ সারি। উদ্দেশ্য পদাতিক নাট্য সংসদের নাটক দেখে বৃষ্টিস্নাত সন্ধ্যাকে উপভোগ্য করে তোলা। করোনার ধকল কাটিয়ে দীর্ঘদিন পর শীর্ষস্থানীয় এই দলটি নতুন নাটক মঞ্চে এনেছে বলে দর্শকদের ভিড়টা একটু বেশিই ছিল। এদিন সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে দলটির নতুন নাটক ‘পাকে বিপাকে’র উদ্বোধনী মঞ্চায়ন। এটি ছিল পদাতিক নাট্য সংসদের ৪৩তম প্রযোজনা। জোতদার ও গ্রামের সহজ সরল যুবকের জয়-পরাজয়ের গল্প নিয়ে বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনি।

মনোজ মিত্র রচিত ও সঞ্জীব কুমার দে নির্দেশিত এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-শাখাওয়াত হোসেন শিমুল, ইমরান খান, এখলাসুর প্রান্ত, জিনাত ইসলাম প্রমুখ। অন্যদিকে একই সময়ে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় ঢাকা থিয়েটারের নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর